একক দশক শতক নয় হাজারবার কেঁদেছি
কেঁদেছি কখনও অভাবে কখনও স্বভাবে
কখনও বিরহে, বিয়োগে কখনও আবার আবেগে
নিরবে নিবৃত্তে বারবার চোখের জল ফেলেছি।
আমি আর কাঁদতে পারিনা,কান্নার ধরণও বদলে গেছে
কান্না বেজা চোখেএখন আর আগের মত অশ্রু ঝরেনা,
শুধু ধোঁয়া বেরুয় ।
আজকাল আমার কান্নার সুরও বদলে গেছে
কান্নার সুরে স্পষ্ঠ কবিতা আবৃত্তির ধ্বণি শুনতে পাই
এখন চোখের জলেই আমি লেখালেখি করি।
কান্নার এই বহুমুখী রঙ আমি হারাতে চাইনা
চোখের জলে আছে একরাশ সান্ত্রনা! আছে উপলদ্ধি!
চোখের জলে স্রষ্টা ও সৃষ্টির আসল রুপ স্পষ্ঠ দেখা যায়
তাই আমি এই জলরাশির মধ্যেই বাঁচতে চাই।
রচনাকালঃ ১২/০৮/২০১৮
স্থানঃ রামপুরা,ঢাকা ।