চিঠিখানা লিখে দিলাম
তোমার নামে  
যখন তোমার হাতে গিয়ে
চিঠিখানা পোঁছবে
হয়ত সেদিন তুমি আমায়
ভালোভাবে বুঝবে।

এতেও যদি না হয় কিছু
ভেবো না ছাড়ছি পিছু
এমন কিছু করবো তখন
ঠিকই আমায় খুঁজবে।

ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে  
ডুব দিবো গঙ্গার জলে
আমার জন্য তুমি তখন
দু’চোখ শুধু মুছবে।

১২ জুন ২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270