নারী তুমি কি জানো!
তোমার ললাটে ফুটন্ত গোলাপের মত
ফুটে আছে এ কিসের চিহ্ন?
হয়তো তুমি জানো কিংবা জানোনা
তুমি চেয়ে দেখো এতে স্পষ্ঠ লেখা আছে
একটি মিষ্টি মধুর নাম –মা
নারী মানেইতো মা
মা মানে শান্তি, মা মানে স্বর্গ
স্নেহ মমতা ভালবাসার ভান্ডার তুমি
তুমি সন্তানের দ্বিতীয় ভগবান
তোমার আঁচল তল স্বর্গসুখে পরিপূর্ন
তোমার পরশে আতুর হয় চতুর
নারী তুমি কি জানো
একজন মায়ের ভালবাসার ব্যাপ্তি কত?
গর্ভজাত পেরিয়ে গোটা মানবকূল
সকল মানব মানবী তোমার সন্তান
তব কেন তুমি ভালবাসায় কর কৃপনা
কেন ভালবাসায় টানো সীমারেখা।
হে নারী জনম-
তোমার স্বর্গীয় ভালবাসা ছড়িয়ে দাও
দিগ দিগন্তে;পূর্ব-পশ্চিম,উত্তর-দক্ষিণে
তোমার ভালবাসায় সৃষ্টি হোক নতুন এক পৃথিবী
তোমার ছোঁয়ায় ঘরে ঘরে জন্মহোক উর্বর মানুষ।
রচনাকালঃ ২৫/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।