মানুষ অচেতনার ঘোরে পথহারা পথিকের
মত দিগবিদ্বিগ ঘুরে বেড়াচ্ছে।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
মানুষের মধ্যে এ চেতনার খুব অভাব।
সকল সৃষ্টি আমার তরে,আমি সৃষ্টি সকলের তরে
এ বোধটুকু জাগ্রত হওয়া বড়ই প্রয়োজন
যেদিন মানুষের মধ্যে জাগ্রত হবে এ বোধোদয়
সেদিন সততা সাম্য ও শান্তির আলোয়
সমাজ কানায় কানায় উদ্ভাসিত হবে।
রচনাকালঃ ১২/০৪/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।