চাপ নিতে নিতে বদ হজম হচ্ছে তলদেশে
গলা থেকে থেমে থেমে বিষাক্ত ঢেকুর আসে
তবুও চাপাচাপি চলছে বিরামহীনভাবে
ক্রমাগত চাপে মাঝে মাঝে টায়ার ব্রাষ্ট হয়
এতেও টনক নড়ছেনা কোন এক মহলের
বরং দিনে দিনে চাপ ক্রমাগত বেড়েই চলছে
দূর্বলরাতো চিরকালই বলবানদের চাপ
হজম করবে; এটাই বুঝি যুগের সংস্কৃতি
এটুকু ধকলতো সহ্য করতেই হবে,তা না হলে যে
যেকোন সময় যেকোন জীবনের উপর বোমা ফাটবে।
রচনাকালঃ ২৭/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।