তোমরা যারা চেয়ারে বসে নিত্য নতুন
করছো হুকুম জারি
হুকুম পেয়ে পা চাটার দল জীবন নিয়ে
করছে কাড়াকাড়ি
তোমরাতো তিলকে পার তাল বানাতে
রাতকে বানাও দিন
তোমাদের কাছে স্বার্থ হল আসল কথা
বাকি সব অর্থহীন
আসলে চোখ থাকিতে অন্ধ তোমরা
কান থাকিতে বধির
নকলকে আসল ভাবো সত্যের উপর
মারো মিথ্যার তীর
তোমরা যতই কর বাহাদুরি, স্বপক্ষে
পিঠাও যতই ঢোল
জনতা ফুসে গেলে পাবেনা পালাবার গর্ত
সেদিন খতম হবে বোল।
রচনাকালঃ ২৭/০৬/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।