আমরা আধাঁরে ডুবে আছি এ তল্লাটে এখনও কাটেনি ঘোর
বাহিরে ওরা আলোয় মাতোয়ারা
আমাদের তল্লাটে হবে কি কভু ভোর ?
আমরা আধাঁরের দরিয়ায় হাবু-ডুবু খাচ্ছি
ওরা সুইমিংপুলে হোলি খেলায় কাটাচ্ছে প্রহর
আমাদের তল্লাটে হবে কি কভু ভোর ?
আমরা অবিরত ঘুরাচ্ছি উন্নয়নের চাকা
আমাদের থালা ক্ষত বিক্ষত,ওরা চাইনিজে সকাল-দুপুর
আমাদের তল্লাটে হবে কি কভু ভোর ?
আমরা দারিদ্রসীমার নিচে,ওরা নাকি উন্নয়নশীল দেশে
কবে খুলবে আকাশ পাতাল এ বৈষম্যের দ্বোর!
আমাদের তল্লাটে হবে কি কভু ভোর ?
রচনাকালঃ ০৪/০৪/২০১৮
রামপুরা,ঢাকা।