কখনও ভাবিনি তুমি হবে এমন
আবার কখনও কি হবে ছিলে যেমন
কি করে বদলে গেলে সীমাহীন
ছিলে তো উর্বর উজ্জ্বল অমলিন
ছিলে তো সবুজ শ্যামল নিটল ক্লীন
কি করে হলে আজ ধূসর মলিন
যেমন ছিলে তেমন থেকো চিরদিন
একা আমি রিক্ত আমি তুমি বিহীন।
রচনাকালঃ ৩০/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।