বেশি কথা বললে তাদের
লোকে বাচাল কয়
কম কথা বললে  আবার
বোকা বনে যায়

নরম কথায় চিড়া ভিজেনা
আমরা সবাই জানি
গরম কথার ফল ভালনা
হয় হানাহানি

সোজা কথায় বোজা ঘারে
বলেন গুণীজনে
বাঁকা  কথায় ঝগড়া বাড়ে
জানে সর্বজনে

উচিৎ কথা বললে নাকি  
বন্ধু বেজার হয়
অনুচিত কথায় আবার
থাকে শংকা ভয়

মিঠে কথার জালে ফেলে
করে ভিটে খালি
তেঁতো  কথা বলা মানে
বিষে ভরা গালি

কান কথায় সন্দেহ বাড়ে
বলনা কেউ আর
বংশের মর্যাদা দ্বিগুণ হয়
করলে ভাল ব্যবহার  

লোকে বলে সত্য কথায়
শূণ্য ভাতের হাঁড়ি
মিথ্যা কথা বলতে গিয়ে
পাপের বোজা ভারি

বলবনা আর কোন কথা
কথার কথা ভাই
বলব শুধু বোবা কথা বোবার
কোন শক্রু নাই।

রচনাকাল:১৪/০৬/২০২০
স্থানঃরামপুরা,ঢাকা।

(কৃতজ্ঞতা স্বীকারঃ  বাংলা কবিতা ডট কমকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।আজ আমার শততম কবিতা প্রকাশিত হচ্ছে। শতশত কবিতা এর আগে ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে গেছে।এবারই প্রথম একসাথে এতগুলো কবিতা সংগ্রহ করা হয়েছে।আবারো ধন্যবাদ রইল বাংলা ডট কমের এডমিন কলাকৌশলী সহ সর্বস্তরের নীতি নির্ধারকদেরকে।)