দেখিনি তোমাকে
দেখিনি তোমার নূরের ফেরেস্তা
দেখিনি কোন পীর-পয়গম্বর।

দেখিনি জান্নাত-জাহান্নাম
দেখিনি আরশ-কুরছি
শুনেছি তুমি নাকি অবিনশ্বর।

দেখিনি কবরে বারযাক।
দেখিনি হাসর-নসর
দেখিনি পুলসিরাত।

দেখিনি হুর-গেলমান
দেখিনি হাউজে কাওসার
দেখিনি তোমার কুদরাতের ভান্ডার।

কিছুই দেখিনি
না দেখেই এনেছি ঈমান!
করেছি তোমায় বিশ্বাস!
হে মালিক!
তোমার এ ক্ষুদ্র সৃষ্টির
না দেখা বিশ্বাসের প্রতি রাখিও একটু দৃষ্টি।

৪ জুলাই-২০২০
রামপুরা,ঢাকা।