কেউ আমাকে বিষ এনে দাও
অনেক বিষ
মানুষের মগজে জমানো বিষ
সবগুলো বিষ আমি এক ঢোকে
পান করতে চাই
বিষ দিনে দিনে চতূর্থদিকে
ছড়িয়ে পড়েছে
মানুষে মানুষে বিভেদ ক্রমাগত
বেড়েই চলছে
বিষ এখন মানুষ থেকে সমাজে;
রাষ্ঠ্রে এমনকি ধর্মে অব্দি গড়াচ্ছে
মগজের এ বিষ নিঃসরণ করা
অতি প্রয়োজন
বিষের যন্ত্রনায় বিবেক টালমাটাল
মানুষ এখন বন্য পশুর সমতুল্য।
রচনাকালঃ ২৮/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।