বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কথা বলি
বাংলা আমার জীবন মরণ
বাংলার পথে চলি
বাংলা আমার স্বপ্ন ছায়া
বাংলায় গান গাই
বাংলা ভাষার মাঝে আমি
নিজেকে খুঁজে পাই
সকল ভাষার সেরা ভাষা
বাংলা ভাষা জানি
বিশ্বজনীন বাংলা ভাষা
সকল ভাষার রাণী
বাংলা ভাষা বুকের মাঝে
বাজায় সুখের বীন
শোধ হবেনা কোনদিন’ই
শহীদ ভাইদের ঋণ
বাংলা আমার প্রাণের ভাষা
কভু হবে না ম্লান
বিশ্ব সভায় বাংলা ভাষাই
রাখছে অবদান।
৬ ফেব্রুয়ারী, ২০২৪
রামপুরা, ঢাকা।