বন্ধু তুমি আছো কত দূর
শুনতে কি পাও আমার বেদনার সুর
তোমার বিরহে-
নিঃশ্বাসে আগুন জ্বলে
বিশ্বাসে অথৈ সমুদ্দুর
ওগো বন্ধু আমার শৈবাল কহিনুর
শুনতে কি পাও আমার বেদনার সুর
তোমার বিরহে-
হারালাম একুল-ওকুল
আমি আজ বেদনায়-বিধুর
ওগো বন্ধু আমার প্রাণের তাজ নূর
শুনতে কি পাও আমার বেদনার সুর
তোমার বিরহে-
বুকে ফাগুনের আগুন
আশা আমার বালিতে গুঁড়
বন্ধু তুমি আছো কত দূর
শুনতে কি পাও আমার বেদনার সুর
একবার এসে দেখে যাও
বেঁচে আছি না মরে আছি
নাকি আছি অচিনপুর।
১৮ ফেব্রুয়ারী, ২০২৪
রামপুরা,ঢাকা।