শব্দ মূছেনা কভু
আকাশে-বাতাসে
ভেসে বেড়ায়
স্মৃতি তেমন মূছেনা
ঢেউ খেলে যায় নিরবধি  
মস্তিষ্কের মোহনায়।

কিছুই মূছেনা
সবকিছু রয়ে যায় কল্পনায়
শুধু মূছে গেছি আমি
একজনের জীবন থেকে।

১৯ জুন-২০০১
নবীনগর,ঢাকা।