হঠাৎ একদিন ঝলমলে সন্ধ্যায়
তোমার আমার হলো দেখা
এরপর কথা হলো; হলো পরিচয়
এরপর একদিন শুভক্ষণে
দু’জনার হলো প্রেম বিনিময়
এভাবে অল্প অল্প করে গল্পের মত
সাজিয়ে গুছিয়ে বসালাম তোমায়
আমার হৃদয়ের কোনে
আজ উপছে পড়া প্রেম জোয়ারে
ভাসছো তুমি;আমি বিন্দাবনে
বনের মত তোমার মনে ফুটে এখন
বাহারী রঙের ফুল
ফুলের গন্ধে ছন্দেছন্দে আসা অলিদের
তুমি করছো আলিঙ্গন
আমার মনের ঘরে জুলছে তালা
জ্বলছে আগুন দাউদাউ করে
পুড়ছে বিন্দাবন।
রচনাকালঃ ২৫/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা