বিজয়ের ঝুলি

সাতচলিশে দেশ ভাগ, বায়ান্নতে
ভাষা আন্দোলন
রক্ত নদী পাড়ি দিয়ে বিশ্ব সভায়
বাংলা ভাষা হলো উন্মোচন।

চুয়ান্নতে যুক্তফ্রন্ট,আটান্নতে
সামরিক শাসন
উনসত্তর এ গণঅভ্যুত্থান
সত্তর এ ছিল নাটকীয় নির্বচান।

সেদিন ছিল পঁচিশ শে মার্চ
এক ভয়াল কালরাত
হানাদাররা চাইলো মুছে দিতে
বাঙ্গালীদের স্বাধীনতার স্বাদ

দেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ
শত্রু  দিল হানা
ওরা ছিল পশু মানুষ, ওদের
বিবেক ছিল কানা।

আঁকল ডিসেম্বারের চৌদ্দ তারিখ
নীলনক্সার ফাঁদ
বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে
সেদিন সারারাত।

অবশেষে ষোল ডিসেম্বর ১৯৭১
আত্মসর্মপনে যুদ্ধ হল শেষ
বাঙ্গালী জাতি পেল-গৌরব গাঁথা
একটি বিজয় বাংলাদেশ।

7/11/2024