কেমন করে হও-রে মানুষ
এত বে-খেয়াল
তোমার এমনওতো হতে পারে
কালকে থেকে শুরু পরকাল।
দুনিয়াতে না লাগাইলে
আখেরাতের চারা
ঘাঁটে ঘাঁটে আটকে গেলে
তোমায় কে দেবে পাহারা
মানুষ সময় থাকতে আমল কর
সঠিক, নির্ভেজাল
তোমার এমনওতো হতে পারে
কালকে থেকে শুরু পরকাল।
কেমন করে ভাবো মানুষ
বাঁচবে চিরদিন
দুনিয়ার প্রেমে পড়ে
হয়েছো রঙ্গীন
মানুষ আজকে থেকে খরিদ কর
আখেরাতের মাল
তোমার এমনওতো হতে পারে
কালকে থেকে শুরু পরকাল।
মানুষ তোমার নামে হবে যখন
মরার হকুমজারী
জানকবচে এক সেকেন্ডও
করবে না তো দেরী
কবি সাইদ বলে- মানুষ ফিরে এসো
থাকতে আয়ুষ্কাল।
তোমার এমনওতো হতে পারে
কালকে থেকে শুরু পরকাল।
১২ এপ্রিল-২০২৪
হোতাপাড়া,গাজীপুর।