কেমন করে হও-রে মানুষ
এত বে-খেয়াল
এমনওতো হতে পারে
কালকে থেকে শুরু পরকাল

তুমি দুনিয়াতে লাগাইলে না
আখেরাতের চারা
ঘাঁটে ঘাঁটে আটকে গেলে
কে দিবে পাহারা

সময় থাকতে আমল কর
সঠিক, নির্ভেজাল

কেমন করে ভাবো-রে মানুষ
তুমি বাঁচবে চিরদিন
লাল-নীল দুনিয়ার প্রেমে পড়ে
নিজেকে করেছো রঙ্গীন

আজকে থেকে খরিদ কর
আখেরাতের মাল

তোমার নামে হবে যখন
মরার হকুমজারী
জানকবচে এক সেকেন্ডও
হবে না তো দেরী

কবি সাইদ বলে-ফিরে এসো
থাকতে আয়ুষ্কাল।

১২ এপ্রিল-২০২৪
হোতাপাড়া,গাজীপুর।