চুনকালি মেখে দিলাম বিবেকের গায়ে
দেখি বিবেকের লজ্জা হয় কিনা
কাজ হলোনা; তার কোন লজ্জা শরম নাই
আলো আঁধার সব সময় সে কাঠের চশমা পড়ে থাকে
তার গতি বেপরোয়া; আপন পর চেনা অচেনা সবার
সামনে সে খল।
বিবেককে বললাম: বিবেক তুমি কার? বিবেক আমাকে
জবাব দিল: আমি নতুন করে অন্ধ হয়ে জন্ম নিয়েছি
আমি বস্ত্রহীন, ন্যাংটা; বেহায়া
আমি কারো নই; আমি স্বার্থপর, শয়তানের দোস্ত।
রচনাকালঃ ১৫/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।