মনকে বলি-
আমি সদা বয়ে বেড়াই কৃত কর্মের ফল
হিসাব-নিকাশ কষতে গিয়ে অনবরত
ঝরছে চোখের জল
আমি আর কতদিন এমন করে বইব ঘারে
তোমার পাপের বোজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
চোখকে বলি-
শোন-রে ভাই; এবার সংযত রাখো দৃষ্টি খানা
জানি অঙ্গের মাঝে শ্রেষ্ঠাঙ্গ তুই,তাই বলে-
আমায় ভাবিস না-রে কানা
আমি আর কতদিন এমন করে বইব তোমার
খাম খেয়ালী দৃষ্টিপনার সাজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
কানকে বলি-
তুই আর কতকাল শুনবি-রে গান-বাজনা
হিসাব করে কভু দেখলি না-রে জমা খাতায়
কত বকেয়া তোর খাজনা
আমায় এমন করে আর কতদিন বানাইবি
তোর পাপের খলরাজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
মুখরে বলি-
ভাই তুই গিলিস না আর আবোল-তাবোল
মুখে তোর আসে যাহা না ভাবিয়া বলিস তাহা
এবার পাল্টে ফেল তোর বোল
এমন করে আর কতদিন ডুকে ডুকে গিলবি
মদ ফেনসিডিল গাঁজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
হাতকে বলি-
সৎ সঙ্গ ছেড়ে কেন করছো আসৎ কাজ
ভাবলি না -রে আসল নকল; সুযোগ বুঝে
করছো পরের সর্বনাশ
এভাবে আর কতদিন এমন করে কু-কর্মকে
রাখবি ধরে কোল পাজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
পা-কে বলি-
হায়রে তুই জীবনটাভর চলছিস উল্টোপথে
তুই ডানে বললে বামে চলিস, তোর আমার
কোনদিন মিল হলো না মতে
মসজিদে সিজদা না দিয়ে তুই ভক্তি ভরে
মন্দিরে দিলি পূঁজা
আমি তোমার আর নিবোনা কু-কর্মের ভাগ
আমি কিন্তু বারমাসি রোজা
আমি আমাকে বলি-
দুনিয়া আমার শেষ হলো-রে; সামনে পরকাল
সেদিন সবার সামনে মুখ লুকাবো কোথায় আমি
যেদিন প্রকাশিত হইবে ফলাফল
আল্লাহ জানে- জেনে শুনে এতদিনে করছি কত,
তার হুকুম আহকাম কাজা
এবার পালাও সবাই নিজেই করছি নাফসি নাফসি
কেমন করে মওকুপ হবে সাজা
২১ ডিসেম্বর-২০২১
রামপুরা, ঢাকা।