আমার অস্তিত্ব যারা করতে চেয়েছিল শেষ
সেই হানাদার গোষ্ঠী প্রায় দুই যুগ ধরে
ভারের বোজা আমর ঘারে চাপিয়ে দিয়ে
সেদিন আমাকে বানাতে চেয়েছিল পাক-দেশ

ওরা ভাবছিল আমি জ্বলে পুড়ে হয়ে যাবো শেষ
অথচ আজ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ আরো কত কি!
কত টালবাহানা! কত সন্ধি-কত ফন্দি!
জবর দখল করবেই ওরা
করছিল কত আয়োজন! মিটিং-মিছিল-সমাবেশ!

ওরা ভাবছিল আমি জ্বলে পুড়ে হয়ে যাবো শেষ
অথচ আজ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

লাল-নীল ছক কষে মেধা শূণ্য করার প্রত্যয়ে
সার্চলাইট অপারেশনের নামে-
সেদিন বুদ্ধিজীবী হত্যায় ওরা মেতে উঠল
ভাবল চিরতরে বন্ধ হবে মোদের যুদ্ধের পরিবেশ

ওরা ভাবছিল আমি জ্বলে পুড়ে হয়ে যাবো শেষ
অথচ আজ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

আমার বুকে দীর্ঘ নয় মাসের বিরতীহীন যুদ্ধে
রক্তের প্লাবন বয়ে গেল পদ্মা মেঘনা যমুনায়
দমাতে গিয়ে দমিয়ে গেল হায়েনার দল
ওরা আত্মসর্মপণ করতে বাধ্য হল সবিশেষ

ওরা ভাবছিল আমি জ্বলে পুড়ে হয়ে যাবো শেষ
অথচ আজ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারী, ২০২৪
রামপুরা,ঢাকা।