অ আ ই ঈ
বর্ণমালায় লেগে আছে শহীদের রক্ত
বিশ্ব জুড়ে রব উঠেছে হইহই-রইরই ।
এ ঐ ও ঔ
বাংলা আমার প্রাণের ভাষা
ছন্দে ভরা বর্ণ যেমন ম ব উ।

ক থ গ ঘ ঙ
বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা
হা-হা-হা, হো-হো-হো।
চ ছ জ ঝ ঞ
বিশ্ব সভায় বাংলা নিয়ে গর্ব করি
সবার মত আমিও।

এক দুই তিন
বাংলা ভাষা বিশ্বজনীন!
চার পাঁচ ছয়
ভাষা শহীদদের হলো জয়!
সাত আট নয়
বাংলা ভাষা বিশ্বের বিস্ময়!


রচনাকালঃ ০৩/০২/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।