বঙ্গ-বন্ধু –বঙ্গ খেকে এখন তিনি বিশ্ব বন্ধু
পদ্মা মেঘনা যমুনার পারে এবার তিনি
পাড়ি দিচ্ছেন ব্রক্ষপুত্র গঙ্গা সিন্ধু।
বঙ্গ-বন্ধুর নামে দুনিয়া করছে জয়জয় ধ্বনি
বিশ্বে এক বিন্ধু জায়গা বাকী নেই
যেখানে বঙ্গ-বন্ধুকে নিয়ে হচ্ছেনা কানাকানি।
রচনাকালঃ ১৮/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।