তুমি কি ফুল,নাকি চাঁদ !
নাকি জোৎস্না ভরা রাত!
বল তুমি কি বনের পরী?
নাকি স্বর্গের কোন হুরী
কেন বারবার দেখেও তোমায়
মেটেনা মনের স্বাদ!
এসো-দু’জন হাতে হাত রেখে
রজনী করি প্রভাত।

রচনাকালঃ1/1/2012
রামপুরা,ঢাকা।