মূছেনি মেহেদির রঙ,শুকায়নি ফুল শয্যার ফুল!
তব কি করে ভেঙ্গে গেল আমার একূল-ওকূল!
কোথায় আছো কেমন অছো আর চাইবনা কভু জানতে
খুঁজেছি অলিতে-গলিতে খুঁজেছি এ প্রান্ত হতে ও প্রান্তে
অশ্রু ভেজা চোখে কত দিবস রজনী হল ভোর!
নুপুরের রুমঝুম আওয়াজে খুলেছি কতবার দ্বোর
বারবার দরজা হতে খালি ফিরেছি বুকভরা ক্লান্তিতে
আমাকে কাঁদিয়ে কি করে থাকো তুমি শান্তিতে?
আবার আসিবে ফিরে আমার এই ছোট্ট নীড়ে!
আশায় বুক বেঁধে আছি এখনও মোহনার তীরে!
রচনাকালঃ ০৮/০৮/২০০৩
স্থানঃ রামপুরা,ঢাকা।