একদিন তোমার কিছু ছিলনা ছিলেনা তুমি নিজে
আজ সম্পদের পাহাড় গড়ে আছো প্রভু সেজে
গাড়ী-বাড়ী সম্পদে তোমায় করেছে বেশ দামী
নিজ গুনে নাকি তুমি আজ এত সফলকামী
সম্পদ তোমাকে অন্ধ করেছে, প্রাণ ভরে নিচ্ছো স্বাদ
কি করে ভাবলে তুমি-
জ্ঞাণ গরিমা শিক্ষা-দীক্ষায় তোমাকে করেছে বাজিমাত!

বেকারত্মের বোজা বইছে সোজা কত শিক্ষিত পন্ডিত
জানেনা জীবনে কখন আসে বসন্ত কখন আসে শীত
কতশত জ্ঞাণী গুণী হন্য হয়ে করছে জীবিকার সন্ধান
কত ডিগ্রীধারীদের শিক্ষা সনদ ঘুনে ধরে হয়েছে ম্লান
নিরুপায় হয়ে ওসব পন্ডিতদের কপালে ওঠেছে হাত
কি করে ভাবলে তুমি-
জ্ঞাণ গরিমা শিক্ষা-দীক্ষায় তোমাকে করেছে বাজিমাত!

মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করছে কতজন
একমুঠো ডাল-ভাতের জন্য দিন-রাত কত আয়োজন
কতজন বুদ্ধি-সুদ্ধি খরচ করে চষে বেড়াচ্ছে মাঠ-ঘাট
কতজন নিজেকে এগিয়ে নিতে আঁকছে নিত্য নতুন চার্ট
এত কিছুর পরেও অনেকেই পারেনি ফেরাতে বরাত
কি করে ভাবলে তুমি-
জ্ঞাণ গরিমা শিক্ষা-দীক্ষায় তোমাকে করেছে বাজিমাত!

সমাজ থেকে কুঁড়িয়ে কুঁড়িয়ে সমাজপতি গেলে বনে
এই সমাজকে কিঞ্চিৎ দিতে আজ এত দ্বিধা দন্ধ মনে
শূণ্য থেকে পূর্ন হয়ে তুমি ভুলে গেলে সকল অবদান
মানুষ হয়ে মানুষে মানুষে কেন করছো ব্যবধান?
চোখ কান খুলে দেখ চারদিকের হাল-চাল, ঘাত-প্রতিঘাত
কি করে ভাবলে তুমি-
জ্ঞাণ গরিমা শিক্ষা-দীক্ষায় তোমাকে করেছে বাজিমাত!

রচনাকালঃ ১২/০১/২০২১
রামপুরা, ঢাকা।