আমি বাবা নামক এক জড় বস্তু
আমি নিয়তির নির্মম বলির স্বীকার
আমার অনুভূতিগুলো ভষ্ম,অঙ্গার
পারিপার্শ্বিকতার বেষ্টনিতে আবদ্ধ
দূর্ভেদ্যের ফ্রেমে চির বন্দি।
বাবা ডাকে মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়
বাবা নামক আমার পূঁজি বাজারে
লাগামহীন ধস চলছে।
আমি বাবার আদলে প্রাণহীন
চিরচেনা এক পাথরের স্ট্র্যাচু।
৪ মে-২০১৯
রামপুরা,ঢাকা।