আযান-এ কি আহবান!
শিরায় শিরায় বাজে ধ্বনি
কি মধুর ঐকতান!
মিনার থেকে ভেসে আসা গান
বুকে এসে বিঁধে-
যেন কোকিলের কুহু কুহু তান!
যাদু মাখা ঐ সুরের মূর্ছনায়
কম্পিত আকাশ-পাতাল!
আহ! কি যে মায়ার টান!
মুয়াজ্জীন হাকায়-মুক্তির ফরমান!
ক্লান্তি মূছে প্রশান্তির পথে
আমরা মুসলমান!
আযানের সুরে দুলে-ফুঁলে প্রাণ!
ধ্বণিতে ধ্বণিতে মহা কল্যান!
এ যেন মুমিনের জীবনের জয়োগান!
২৪ মার্চ-২০১৮
রামপুরা,ঢাকা।