অভিযোগে অভিযোগে বারবার
আমি অভিযুক্ত
আমি কিন্তু এখনও হতে পারিনি
শঙ্কা মুক্ত

আমার ঈমানের খুঁটি করে নড়বড়    
হয়নি শক্ত
আমলে উদাসীন একাগ্রচিত্তে হই
কঠিন বিরক্ত

মুয়াজ্জিন নামাজে ডাকে প্রত্যহ
পাচঁ ওয়াক্ত
সময়ের দোহাই দিয়ে বলি নাইতো
সময় পর্যাপ্ত

রোজা দ্বারা আমার হয়না পালন
আল্লাহর দাসত্ব
আমি লোভ লালসায় যখন তখন
হই আসক্ত

কুরআন সুন্নাহ থেকে দিনদিন কিন্তু  
বাড়ছে দুরত্ব
ধর্মীয় চেতনায় নিজেকে কখন’ওই
করিনি উদ্বুদ্ধ

আজ অন্তিমকালে নিজেকে মনে হয়
চরম অভিশপ্ত
আমি ভুলে ভুলে করেছি জিন্দেগী পার
এখন অনুতপ্ত

মালিক করিও তোমার হেদায়াতে
আমাকে সম্পৃক্ত
কিন্তু করিও না তোমার জাহান্নামে
জালিমদের অন্তর্ভুক্ত।

(আমিন)।

রচনাকালঃ 14/4/2023
স্থানঃ রামপুরা, ঢাকা।