তুমি কি তোমার জীবনে দেখেছো কভু
বিবেকের পরাজয়?
আবেগের কাছে জ্বলিয়া-পুড়িয়া বিবেকের
হয়েছে বারবার ক্ষয়

দেখেছো কভু যাতনার জালে বন্দী হইয়া
কতজন বিপদগামী হয়?
কতজন বৈরাগী সেজে প্রিয়জন ছাড়া
বন-জঙ্গলে পালিয়ে বেড়ায়

দেখেছো কভু আবেগ-বিবেকের সন্ধিক্ষণে
মানুষের কভু হয়েছে কি জয়?
মানুষ বিবেক জলাঞ্জলী দিয়া কিনে নিয়েছে
বারবার শোচনীয় পরাজয়

তুমি কি দেখেছো কভু অভিমানীরা কখনও
দিতে পেরেছে আত্মপরিচয়?
অথচ মাতৃভাষার আন্দোলনে অভিমানীরা
দেশের পক্ষে করল বিশ্বজয়।

৯ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০