আমার খুব ইচ্ছে করে
জ্ঞাণী গুণীর পথে
অজানাকে জানি তাদের  
জ্ঞাণ ভান্ডার হতে।

আমার খুব ইচ্ছে করে
উর্ধঃ-অধঃ’র দেশে
মহান কিছু তুলে আনি
আনন্দ উল্লাসে।

আমার খুব ইচ্ছে করে
সব মানুষের মাঝে
ছড়িয়ে দেই সাম্যের নীতি
সকাল সন্ধ্যা সাজে।

আমার খুব ইচ্ছে করে
পৃথিবীর সব কালো
ঘুচিয়ে দিয়ে জ্বালিয়ে দেই
রবির রাঙ্গা আলো।

১ জানুয়ারী-১৯৯৯
বাউফল,পটুয়াখালী।