আমি যেমন খুশি তেমন করি
মিনিটে মিনিটে মত পাল্টাই
অবশেষে ঘুরে ফিরে কিন্তু
তোমার পায়ের তলায় মাথা নোয়াই
তুমি মালিক আমি গোলাম
আমার না আছে জ্ঞাণ না কোন শিক্ষা
আমি আমার মালিকের কাছেই চাই
একমাত্র করুণা ভিক্ষা
মালিক যা কিছু আমার সবইতো তোমার
আমার বলতে আছো শুধু তুমি
তোমার খুশিতেই আমি খুশি
তুমি ছাড়া জীবনে মরণে চাইনা কিছু আমি।
১৬ মার্চ-২০২৩
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০