পরনির্ভশীল একটি মারাত্মক ব্যাধি
আমরা কম বেশি সবাই পরনির্ভশীল
কখনও অভাবে কখনও স্বভাবে আমরা পরনির্ভশীল
অন্যের ঘারে পা রেখে আকাশ ছোঁয়ায় তৃপ্তি নেই
নিজের বুদ্ধি ও কৌশল অবলম্বন করাই শ্রেয়।
নিজের দ্বারা এক কদম অগ্রসর হওয়ার মধ্যে
আনন্দদায়ক তৃপ্তি লুকিয়ে থাকে।
মায়ের কোলের শিশুরা হামাগুঁড়ি দিয়েই দাঁড়াতে শিখে
আত্মনির্ভরশীল হওয়ার এটাই একমাত্র সঠিক দৃষ্ঠান্ত।

রচনাকালঃ ০৭/০৫/২০২০
রামপুরা,ঢাকা