জীবন আমার মরুভূমি
সপ্ন খাঁচায় বন্দী
সুখ আমার সোনার হরিণ
দুঃখ চিরসঙ্গী।
আশায় আমার গুড়েবালি
আনন্দে আমার মাটি
ভরসা আমার সর্বনাসা
বিষাদ আমার ঘাঁটি।
হাসি আমার সাজানো নাটক
ভাগ্য জলের ঢেউ
কষ্ট আমার বুঝলো নাতো
এই দুনিয়ায় কেউ।
১৯ জুলাই-২০১৪
রামপুরা,ঢাকা।