অথচ সব দোষ তুমি আমাকে দিতে
আর আমি বরাবরের মত
ঢোক গিলে সব হজম করে নিতাম

অথচ তুমি আমাকে কৈফিয়ত চাইতে
যে আমি গোধুলি লগ্ন অব্দি মেঠো পথে
তোমার অপেক্ষা করতাম

অথচ তুমি নিজেকে প্রেমিক পুরুষ ভাবতে
যে নাকি প্রেম বাজারে প্রেমের দাম
যখন তখন নিলামে তুলতে

তোমার এসব অনভিভূত আবদারকে
কি বলব জানিনা; অতি বাড়াবাড়ি
না তোমার হিম্মত!

সময়কালঃ ১৯/১২/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।