প্রায়ই আমার এমন হয়
হঠাৎ হঠাৎ হারিয়ে যাই
মনের অজান্তে

চলে যাই কোন এক ভূবণে
খানিকটা সংযোগ বিছিন্ন
পৃথিবী থেকে

এ অন্যমনস্ক বা একগোয়েমি
কিছুটা খামখেয়ালী নয়তো!
নাকি রোগবিশেষ!

টুকটাক মাসুল গুণতে হয়
মোবাইল ফোন চাবির ছড়া
কিংবা বকুনি

এভাবে কতদিন বিহিত হওয়া দরকার
আজ বড়সড় ঝুকি থেকে বেঁচে গেলাম
পরিত্রান পাবতো!

রচনাকালঃ ০৫/০৫/২০২০
রামপুরা,ঢাকা।