ডাস্টবিনে ফেলা ময়লার মত শহর নগর সর্বত্র
মানুষের পচা গলা লাশের গন্ধ আমার নাকে আসে
শিয়াল কুকুর নেকড়ে সবাই এক সাথে মানুষের
ছিন্ন বিন্ন দেহ নিয়ে কাড়াকাড়ি করছে
এরকম একটি দৃশ্য আমার চোখে কেন যেন ভাসছে
মধ্যবিত্ত মানুষের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ
দরজা বন্ধ ঘরের ভিতর থেকে আমার কানে বাজে
উপর তলার লোকেরা এ অশনিসংকেত পায়না
তারা নিত্য নতুন নতুন স্বপ্নে বিভোর;তারা তলার
উপর তলা নির্মানের নকশা আঁকেন অট্রালিকায় বসে।
রচনাকালঃ ১৩/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।