আজ হায়!
মানুষ বড় অসহায়!
কোলাহল শোরগোল
যুদ্ধের ধামামা
সব কিছুর অবসান
শুধু বাঁচা-মরার পেরেশান
চারদিকে পিনপন নিরবতা
কাঁদছে বিশ্ব কাঁদছে মানবতা।
সামাজিক দুরত্বের গুরুত্ব
এনিয়ে চলছে সন্ধি
নিজনিজ ডোরে মানুষ বন্ধী
নিজেকে বাঁচাতে করছে মানুষ এ ফন্দি
জনমনে আতঙ্ক আর হতাসা
কাঁদছে বিশ্ব কাঁদছে মানবতা।
ধনী-গরিব রাজা-প্রজা
কেউ কারো নয় ভরসা
সবাই যেন বাকরুদ্ধ
সকলের একটাই প্রার্থনা
নিয়তি যেন করে নিজেদের শুদ্ধ
চারদিকে ভূতরে পরিবেশ
নেই কলরব পিনপন নিরবতা
কাঁদছে বিশ্ব কাঁদছে মানবতা।
রচনাকালঃ ২১/০৪/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।