আজ চরম অন্ধকারে ডুবে আছি বিশ্ব মানবতা
শংঙ্কার মধ্যে প্রতিটি মুহূর্ত্যে অতিবাহিত করছি
চব্বিশটি ঘন্টা মালেকুল মাউয়াতের নজরে আছি
মাউয়াতের হাতে এই বুঝি গ্রেফতার হচ্ছি
কলিজা শুকিয়ে কাট হয়ে আসছে
জানিনা আশংকামুক্ত একটি সকাল পাবো কিনা
জানিনা ভোরের মিষ্টি রোদে মন খুলে আর হাসবো কিনা
গোটা দুনিয়া কালো মেঘে ঢেকে গেছে
কবে কাটবে এ তমসা; কবে ফুটবে আলোর রেখা
একটি নতুন ভোরের প্রত্যাশায় এখনও বুক বেঁধে আছি
রচনাকালঃ ০৬/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।