আমি-
শয়নে স্বপনে নয়নে নয়নে
সারাক্ষণ তোমারই ছবি আঁকি
আমার হৃদয়ে মননে!

তুমি নেই-
আমার মালঞ্চে ফোটেনা ফুল
গগণে মোর উঠেনা চাঁদ
কতদিন দেখিনি সূর্য্যপ্রভাত

তোমার অপেক্ষায়-
আমার কত রজনী হল ভোর!
হায়! আমি কতবার গড়িয়া ভেঙ্গেছি
কত রঙীন বাসর!

তুমি বিনা-
আমি নিঃশ্ব আমি রিক্ত আমি বিরক্ত
আমি নির্বাক, নির্ঘুম, ক্লান্ত
জীবন আমার মরুভূমির মরুদ্যান!

২৫ জুলাই, ২০০৩
রামপুরা,ঢাকা।