আজকে মরলে কালকে দু’দিন
কি এক নিষ্ঠুর খেলা
দম ফুরালে নিমিষে সাঙ্গ হবে
জীবন রঙের মেলা

দম থাকিতে দেখো না একবার
নিজের আমলনামা
হায়াতে জিন্দেগীর পাপ-পূণ্য
আছে কত জমা

যেমন খুশি তেমন চলছে জীবন
আল্লাহর বিধান ভুলে
পাহাড় সমান পাপের বোজা
পূণ্য আছে ঝুঁলে

জীবন গেলো তোর রঙ তামাসায়
সামনে পরকাল
সেদিন হিসাব-নিকাশ দিতে গিয়ে
হবে কি হালচাল?

তোর একখানা পা কবরের মাঝে
শুদ্ধ হবি কবে?
কালকের আশায় আছিস বুঝি?
বাঁচবি যখন তবে!

২৮ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।