কবিতা-
আজ তোমাকে আমার জন্য কথা বলতে হবে
আজ আমি বড় অসহায়! কঠিন দূর্দিন চলছে
তোমাকে খুব প্রয়োজন। অন্তরঙ্গ হতে চাই
তুমিতো জানো-
তোমাকে আমি কত ভালবাসি প্রিয়াতমা
সেকাল থেকে একাল অব্দি প্রতিদিন
তোমাকে নিয়ে নিত্য নতুন স্বপ্নে বাসর গড়ি
নিন্দুকেরা বলে-
নুন আনতে যার পান্তা ফুরোয়
অমুকের বেটা তমুক নাকি কবিতা লিখে
দেশে কি পন্ডিতের আকাল পড়েছে?
কি পরিহাস!
স্বজন বল বন্ধু বল কিংবা আপন প্রিয়সী
আর যাই হোক কবি বলে স্বীকৃতি?
কবি বললে নাকি ওদের ইগোতে লাগে
শোন প্রিয়তমা-
নিন্দুকের মন্তব্যে আমাদের কিছু যায় আসে না
কে আমাদের স্বীকৃতি দিল আর নাই দিল
তুমি আমার কবিতা। আমি তোমার কবি প্রিয়তম।
১৭ ফেব্রুয়ারী, ২০২৪
রামপুরা,ঢাকা।