হায়রে টাল মাটাল ঈমান!
সকালে আমি মুসলমান
বিকেলে বে-ঈমান
সন্ধ্যায় চলি খেয়াল খুশিমত
পরোয়া করিনা পাপের
রাতের নিদ্রায় বনে যাই
ফেরাউনের মত কাফের।
আমি বে-মালুম ভুলে যাই
কে আমি! কি আমার পরিচয়!
হায়াৎ মউয়াত রিজিক দৌলত
পেয়েছি কার দয়ায়।
আমি কি করে হলাম আজ
এতটাই অকৃতজ্ঞ
খোদার হুকুম করছি তামিল
নিয়েছি শয়তানের পক্ষ।
১ জানুয়ারী-২০২৩
রামপুরা,ঢাকা।