ক্ষুদ্র এক ব্যবসায়ী আমি
মানব সেবা করি
ক্রেতা আমার রুজি রোজগার
ক্রয় বিক্রয়ে জীবন গড়ি

মাথার ঘাম পায়ে ফেলে
সকাল সন্ধ্যা খাটি
শেষে বাকির খাতায় ষোল আনা
লাভের খাতায় মাটি

ডাল ভাত খেয়ে সবার মত
আমিও বাঁচতে চাই
বাঁচার অধিকার কেউ নিওনা কেড়ে  
তোমাদের লাগে দোহাই

চাইনা কভু সম্পর্কে টানাপোড়েন
সবার বন্ধু হতে চাই
দিন বদলের শুভক্ষণে আর নয় বাকী
এবার নিজেকে পাল্টাই।


রচনাকালঃ ১৮/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।

[এক ভুক্তভোগী দোকানী বড় ভাই এর অনুরোধে এ লেখা]