একটি অদৃশ্য শক্তি
বদলে দিয়েছে জীবন জীবিকা
বদলে দিয়েছে পরিবেশ পরিস্থিতি
বদলে দিয়েছে চিরচেনা পৃথিবীর রুপকে
সব কিছুই বদলে গেছে করোনার থাবায়
বদলায়নি মানুষের মানষিকতা
বদলায়নি মানুষের চিন্তা-চেতনা
অদৃশ্য এ শক্তিরও বোধহয় শক্তির ঘাটতি আছে
অসৎ মানুষগুলোর বিবেকটাকে ঘুরিয়ে দিতে পারেনি
এ মানুষগুলো আদৌ বদলায়নি।রয়ে গেছে অমানুষদের দলে
পরাজিত হয়েছে করোনা নামক অদৃশ্য শক্তি অমানুষদের কাছে।
রচনাকাল:২৬/০৬/২০২০
স্থান: রামপুরা,ঢাকা