তুই গোল্লায় যাবি যা
তুই ধ্বংস হবি হয়ে যা
তুই বিপথে যাবি যা
তোরে কেউ বারণ করবেনা
তুই একবার ভেবে দেখছিস
তোর ভিতরে যে একটি জীবন আছে
তার কি হবে!
তোর খামখেয়ালিতে জীবনটা মাথা
কুঁড়ে কুঁড়ে মরছে
তোর অসভ্যতায় জীবনটা লজ্জায়
মুখ লুকাচ্ছে গর্তে
তোর বেপরোয়া গতির জন্য জীবনের
গতি থমকে গেছে
তুই আর কবে বুঝবি বলদ
তোর জাহান্নাম তুই কামাই করছোস
জীবনকে জাহান্নামে টানার অধিকার
তোরে কে দিয়েছে বল!
তোর যা খুশি কর,যেথায় খুশি সেথায় চল
তোর গ্লানির ভার অন্যের কাঁধ থেকে
এখনই সরিয়ে নে
নয়ত এর উপযুক্ত জবাব তোকে আজ
নয় কাল পেতেই হবে।
রচনাকালঃ ০৮/১১/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।