ওগো অচেনা সুন্দরী কন্যা
যাচ্ছো কোথায় সজনী?
সন্ধ্যা ঘনিয়ে এলো নামবে পথে
অমাবশ্যার ঘোর রজনী!
সবুজ শ্যামল এই গাঁয়ের কন্যা
আমি নইগো বিদেশীনী
নাম যে আমার নন্দীনী রাণী
আমি নন্দীগ্রামের বাসিনী
শোন শোন সুন্দরী রুপসী কন্যা
নন্দীগ্রামের নন্দীনী!
এক পলক দেখেই মনের খাঁচায়
তোমায় করেছি বন্দীনী
ছুঁইওনা ছুঁইওনা ভিনদেশী আমায়
আমি যে অবলা নারী
গাঁয়ের লোকজন দেখলে আমায়
লজ্জায় যাবো আমি মরি
এতদিনে ধরণীর বুকে পেয়েছি আজ
স্বর্গের অপূর্ব এক হুরী!
কথা দিলাম ছুঁইবোনা তোমায় আমি
চল পৌঁছে দেই বাড়ী
তোমায় দেখে বিস্ময় জাগে অন্তরে
তুমি মানুষ না পূজারী
হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে
সুন্দরী রাজকুমারী।
রচনাকালঃ ১১/০৮/২০১৩
নন্দীগ্রাম,বগুড়া।
বিঃদ্রঃ-নন্দীনী একটি কাল্পনিক নাম।ঢাকা থেকে বগুড়া নন্দীগ্রামে বেড়াতে গেলে আগন্তকের সাথে (হঠাৎ নন্দীনীর) দেখা হয়।