কি করে তোমায় বুঝাই বন্ধু
আছি আমি কেমন
তুমি যতটা ভাবছো আমায়
আমি নেই কিন্তু তেমন!!
হেসে হেসে পরবাসে খুশিতে
কাটছে তোমার দিন
তোমার বিরহে আজ আমার
জীবন যৌবন মলিন!!
শয়নে স্বপনে নয়নে নয়নে
যাকে রাখি সারাক্ষণ
সে কেন বুঝে নারে কি চায়
আমার অবুঝ মন!!
রচনাকালঃ ২১/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।