সেদিন আমি প্রথম দেখেই বুঝে গেছি
তোমার চোখের ভাষা
আমার তরে ফুরোবে না কোনদিন-ই
তোমার ভালবাসা

আজ কেন,তুমি আমায় আড়াল থেকে
লুকিয়ে লুকিয়ে দেখো?
তোমায় যত কাছে ডাকি; তুমি তত-ই
দূরে দূরে থাকো

তবে কি তুমি ইচ্ছে করেই দিচ্ছো মোরে
অনেক দূরে ঠেলে!
তাই তো এই অবহেলায় প্রেমের শিখা
নিভু নিভু জ্বলে

আগের মতন দেখি না এখন স্নিগ্ধ মাখা  
তোমার ঠোঁটে হাসি
তোমার এই অবহেলায়,আমার ঝুঁলছে বুঝি
প্রেমের গলে ফাঁসি?

৭ এপ্রিল-২০২৪
রামপুরা,ঢাকা।