এক সৃষ্ঠা এক স্বত্তায় যার ঈমান
যে নামেই ডাকি- ঈশ্বর গড আল্লাহ ভগবান
কি করে তাদের মাঝে এত ব্যবধান
আমরা কি মানুষ না ইবলিশ শয়তান!
আমরা কি পারিনা রাখতে;
মানুষের কল্যাণে কিছু অবদান!

বাহিরে আমরা সবাই মানুষ
হাত পা নাক মুখ সবই সমান
ভিতরে কেন ফারাক জমিন-আসমান?
আমরা কি মানুষ না ইবলিশ শয়তান!
আমরা কি পারিনা রাখতে;
মানুষের কল্যাণে কিছু অবদান!

মানুষে মানুষে নেই সহানুভূতি
হিংসা আর হিংস্রতার রুপগুলি বিদ্যমান
আমরা কেবল বিনা পূঁজিতে সাজছি মহান
আমরা কি মানুষ না ইবলিশ শয়তান!
আমরা কি পারিনা রাখতে;
মানুষের কল্যাণে কিছু অবদান!

রচনাকালঃ ২৬/০৬/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।