যখন সারা দুনিয়ার মানুষ নিজের আখের গুছাতে ব্যাস্ত
নিজের সকল অন্যায়ের দ্বায় অন্যের উপরে করে ন্যস্ত
সাধু সন্যাসীরা পায়ের উপর পা তুলে খায় অন্যের কামাই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই

নুন আনতে আমাদের পান্তা ফুরোয় খুধায় চোখ জ্বলে
হাত বাড়াইনা ভয়ে; পাছে লোকে যদি কিছু বলে
আমরা চির অবহেলিত সমাজে আমাদের জায়গা নাই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই

শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে কিছু মালিক নামের হায়না
শ্রমিকদের ঘারে চড়াচ্ছে তাদের হাজারো বায়না
পারিশ্রমিকের বিনিময় আমরা কদাচিৎ চর থাপ্পরও খাই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই

আমলারা কামলা ছাড়া তুলছে সরকার থেকে মায়না
ফাইল এ টেবিল থেকে ও টেবিলে যেতে নানারকম বায়না
আমরা জনতা মাসের পর মাস অফিসের বারান্দায় হাতরাই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই

আমাদের ঘারে চরে অট্রালিকা থেকে ওরা বুকে মারে ঢিল
পেটে না দিয়ে পিঠে কিল যাবেনা আহ উঃ করা মুখে খিল
কেউ নাই দেখার মোদের সারা জীবন কলুর বলদ খেটে বেড়াই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই


পুকুর চোরেরা এখন করে সাগর চুরি ; এটাই বুঝি নীতি                                                            
কেউবা আবার ধর্মের দোয়াই দিয়ে মনে ঢুকিয়েছে ভীতি
তাইতো চুপটি মেরে থাকি;ভাবি আবার মরতে হবেতো ভাই
তবুও পেটে পাথর বেঁধে আমরা কিছুরা নীতির গান গাই

১৫ নভেম্বর, ২০২০
রামপুরা,ঢাকা।